আমি বেঈমান হয়ে মরতে চাই নাঃ এরশাদ
নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ অবশেষে স্পষ্ট করে মহাজোট ত্যাগের কথা বললেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। তবে মহাজোট ছাড়ার ঘোষণাটি পরবর্তীতে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে দেয়া হবে বলেও জানান তিনি। ১৬ নভেম্বর (শনিবার) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় সম্মেলন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এরশাদ এসব কথা বলেন। এরশাদ বলেন, “আমরা আর মহাজোটে নেই। আমাদের সভাপতিমণ্ডলীর সদস্য জি এম কাদেরও মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন।”এরশাদ আরও বলেন, “যদি নির্বাচন করি এই অত্যাচারী আওয়ামী লীগকে সমর্থন দেয়ার জন্য, তাহলে মানুষ বলবে আমি বেঈমান। আমি বেঈমান হয়ে মরতে চাই না। আর নির্বাচন না করলে দেশ কোন দিকে যায় তা অনিশ্চিত।”সরকারের উদ্দেশ্যে এরশাদ বলেন, “রাতের অন্ধকারে নির্মমভাবে মানুষ হত্যা করেছেন। পরে রাস্তা ধুয়ে মুছে পরিষ্কার করেছেন। আমরা সব জানি। এ জাতির মনতো ধুয়ে মুছে দিতে পারেননি।”এরশাদ বলেন, “একটাই উপায় নির্বাচনের মাধ্যমে এই দুর্নীতিপরায়ণ সরকারকে ক্ষমতাচ্যুত করা। তবে জাতি অন্ধকারে যাক এমন কোনো কাজ আমি করবো না।”তিনি বলেন, “আমি একটা জোট করতে চেয়েছিলাম। জোট হয়তো করবো। তা অচিরেই ঘোষণা করবো।”