ঝিনাইদহে আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি মিছিল, ককটেল বিস্ফোরণ-যানবাহন ভাংচুর
আহমেদ নাসিম আনসারী,ঝিনাইদহ প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ টেলিভিশনে প্রধান নির্বাচন কমিশনারের তফসিল ঘোষণার পরপরই রাত ৮টার দিকে জেলা শহরে পাল্টাপাল্টি মিছিল করেছে আওয়ামী লীগ ও বিএনপি। শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশ করে নেতাকর্মীরা। সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিজুর রহমান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভাইস জেএম রশিদুল আলম রশীদ। বিরোধীদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেশহরের শেরেবাংলা সড়ক থেকে। মিছিলটি শুরু হয়ে জেলা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে হয়। এসময় শহরের কেপি বসু সড়ক ও আরাপপুর এলাকায় দুইটি ককটেল বিস্ফোরিত হলে বিএনপি নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
অন্যদিকে জেলার মহেশপুর উপজেলার সামন্তা বাজারের শিবিরকর্মীরা বিক্ষোভ মিছিল, টায়ারে অগ্নিসংযোগ ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর করেছে। কালীগঞ্জ উপজেলায় বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। তারা বাজারের মধ্যে প্রত্যাশা গার্মেন্টসসহ ব্যবসা প্রতিষ্ঠানে ইট পাটকেল নিক্ষেপ ও বেশ কয়েকটি যানবাহনে ভাংচুর চালায়। এছাড়া শৈলকুপা উপজেলার শেখপাড়া বাজারে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও শিবির নেতাকর্মীরা। এসময় ২০/২৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।