৩০ নভেম্বর সারাদেশে ১৮ দলের বিক্ষোভ
নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ ৩০ নভেম্বর (শনিবার) সারাদেশে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি দিয়েছে বিএনপি। রাজধানী ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে এ বিক্ষোভ সমাবেশ হবে বিকাল ৩টায় ঢাকায়। তফসিল প্রত্যাহারের দাবিতে সারা দেশে ৭১ ঘণ্টা অবরোধের পর এই কর্মসূচি দেয়া হয়েছে। একতরফা নির্বাচনের তফসিল বাতিল, সরকারি এজেন্ট দিয়ে নাশকতা করে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ ও বিরোধী দলের নেতাদের বাড়িতে বাড়িতে পুলিশি তল্লাশির প্রতিবাদে সারাদেশে মহানগর, জেলা নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করবে। ২৯ নভেম্বর (শুক্রবার) নয়া পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এই কর্মসূচি ঘোষণা করে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জার্মান রাষ্ট্রদূত বিএনপির কেন্দ্রীয় নেতাদের মুক্তি দাবি করার কয়েক ঘন্টার মধ্যে তার বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে। ড. পিয়াস করিমের বাসায় ককটেল নিক্ষেপ করা হয়েছে। এরা করা তা আমরা জানি, এদের চিনে রাখছি। আমাদের উপর নির্যাতন চলছে। তা আমরা সহ্য করছি। প্রয়োজনে আমাদের উপর দিয়ে ট্রাক যাবে অথবা গুলি বৃষ্টি হবে তবু আমরা রাজপথ ছেড়ে যাব না। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মীর নাছিরকে গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়ে তিনি রিজভী বলেন, আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। সরকার চট্টগ্রামের বেগবান আন্দোলন বানচাল করতে এই গ্রেফতার করেছে এবং নগর বিএনপির সভাপতি আমীর খসরুর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে। কক্সবাজারের চকোরিয়ায় যুবদলের নেতা আব্দুল হালিমকে গ্রেফতারের পর পুলিশি নির্যাতনের মাধ্যমে হত্যা করার তীব্র নিন্দা জানান তিনি। শনিবারের বিক্ষোভ কর্মসূচিতে সোহরাওয়ার্দী উদ্যান থেকেই পরবর্তী কঠোর কর্মসূচি দেয়া হতে পারে বলে বিএনপির একটি সূত্রে আভাস পাওয়া গেছে।