এখনো সেই (খালেদ হোসাইন)
~~~এখনো সেই~~~
—-খালেদ হোসাইন—-
*******************************************************************************************
সোনালিদিন, ভেবেছিলাম, এগিয়ে এলো কাছে
এখনো সেই ছোট মাছকে গিলছে বড় মাছে
এখনো সেই পেশীর জোরে ত্রস্ত চারিপাশ
এখনো সেই ক্ষুধার জ্বালা সেই সর্বনাশ
চতুর্দিকে নৃত্য করে শ্বাসরুদ্ধ কর
এখনো সেই গিলে ফেলা স্বাধীন কোনো স্বর।
>>>
এখনো সেই মঙ্গা আসে পঙ্গপাল যেন
নতুন মুখোশপরা সকল পুরনো লুম্পেনও
মাথায় চড়ে বসে আছেন নতুন ভঙ্গিমাতে
সমকালের সকল ঝোল টেনে নিচ্ছে পাতে।
এখনো সেই জনগণের চোখে অন্ধকার
রাজপ্রাসাদ তাদের, জনগণের কারাগার।
_________________________________________________________________