অবরোধের দ্বিতীয় দিনঃ ঢাকায় তিনটি বাসে আগুন

অবরোধের দ্বিতীয় দিনঃ ঢাকায় তিনটি বাসে আগুন

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ ১৮ দলের টানা ৭২ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিন ১ ডিসেম্বর (রোববার) সকালে রাজধানীর ধানমন্ডি ও পুরান ঢাকার বংশালে তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রোববার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর ধানমন্ডি ১৫ নম্বর সড়কে মৈত্রী পরিবহণের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। একই সময়ে ধানমন্ডির কাকলি হাইস্কুলের সামনে ইটিসিএল কোম্পানির একটি বাসেও আগুন দেয়া হয়। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুটি বাসের আগুনই নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভির কর্মীরা। তবে বাসের বেশির ভাগ পুড়ে গেছে।

এদিকে, রোববার সকাল সাড়ে নয়টার দিকে রাজধানীর বংশাল নর্থসাউথ রোডে প্রাইম ব্যাংকের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে অবরোধকারীরা। সদরঘাট থেকে গাবতলীগামী বাসটির বেশির ভাগ পুড়ে গেছে আগুনে। এর কিছুক্ষণ পরে সকাল পৌনে দশটার দিকে ওই এলাকায় পুলিশকে লক্ষ্য করে কয়েকটি ককটেল বিস্ফোরণ করে অবরোধ সমর্থকরা। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৬ রাইন্ড গুলি ছোড়ে। এই ঘটনার পর ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

নিজস্ব প্রতিনিধি