আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেছেঃ সিইসি
নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ বলেছেন, মনোনয়নপত্র দাখিলের তারিখ অপরিবর্তিত থাকবে। তফসিল আগেই ঘোষণা করা হয়েছে। এতে করে সবাই আগে থেকেই প্রস্তুতি নিয়েছেন। তাই এ ক্ষেত্রে নির্ধারিত তারিখই বহাল থাকবে। ১ ডিসেম্বর (রোববার) নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে গণমাধ্যমের কর্মীদের তিনি এ কথা বলেন। রাত আটটার দিকে কার্যালয় থেকে বের হওয়ার সময় তিনি আবারও দুদলের মধ্যে সমঝোতার ব্যাপারে আশা প্রকাশ করেন। মনোনয়নপত্র দাখিলের সময়সীমা বাড়ানো না হলে বিএনপি নির্বাচনে অংশ নিতে পারছে না, এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সিইসি বলেন, ‘বিরোধী দল জোটকে নির্বাচনে আনার জন্য দেরি করেছি। যদি আসেন, সমঝোতা হয় তখন সব দ্বারই খোলা থাকবে। তখন বিষয়টি অন্যভাবে দেখা হবে।’
তফসিল ঘোষণার পর থেকে দেশব্যাপী অবরোধের কারণে প্রার্থীরা নির্বাচনী এলাকায় যেতে পারছেন না, তাঁদের কী হবে—এ প্রশ্নের উত্তরে সিইসি বলেন, ‘প্রার্থীরা নির্বাচনী এলাকায় পৌঁছে গেছেন। আশা করছি তাঁরা ঠিক সময়েই মনোনয়নপত্র দাখিল করতে পারবেন।’ আন্তর্জাতিক পর্যায়ের পর্যবেক্ষকদের নিরাপত্তা প্রসঙ্গে সিইসি বলেন, ‘সকলেরই নিরাপত্তার প্রশ্ন রয়েছে। আমরা চাই সবার নিরাপত্তা থাক। আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেছে। পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হচ্ছে। বিদেশী পর্যবেক্ষকদের বেলায় বিশেষ ব্যবস্থা নেয়া হবে।’