আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন খালেদা জিয়া
জাহিদ হোসেন,এসবিডি নিউজ24 ডট কমঃ চলমান রাজনৈতিক অবস্থায় আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল স্থগিত করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া। একই সাথে তিনি বলেছেন, ”নৃশংস প্রাণসংহার ও ধ্বংসযজ্ঞের মূলহোতা আওয়ামী সন্ত্রাসীরাই।” ২ ডিসেম্বর (সোমবার) রাতে এক বিশেষ বিবৃতিতে বেগম জিয়া বলেন, “জনগণ একটি সুষ্ঠু নিরপেক্ষ চায়। প্রহসনের একতরফা নির্বাচনের উদ্যোগ জনগণ মেনে নেবে না। বিশেষ দলের ক্রীড়ানক হিসেবে ব্যবহৃত না হয়ে তফসিল স্থগিত করুন। দেশকে বাঁচান।” বিএনপি চেয়ারপারসনের প্রেসসচিব মারুফ কামাল খান সোহেল স্বাক্ষরিত বিবৃতিটি রাত ৮টার দিকে বিভিন্ন গণমাধ্যমে পাঠানো হয়েছে। আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “উৎপীড়িত ও ক্ষতিগ্রস্ত জনগণকে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়া আহ্বান জানাচ্ছি। জনগণের ন্যায়সঙ্গত আন্দোলন কখনো ব্যর্থ হয় না। বিজয় আমাদের সুনিশ্চিত এবং অতি নিকটবর্তী। ইনশাল্লাহ জনগণের দাবিই বিজিত হবে।” ধ্বংসযজ্ঞের মূল হোতাও আওয়ামী ‘সন্ত্রাসীরা’ উল্লেখ করে খালেদা জিয়া বলেন,”বিরোধীদলের আন্দোরনের কর্মসুচির পাশাপাশি চলমান অন্তর্ঘাত ও নাশকতামূলক কার্যকলাপ এবং গার্মেন্টেস শিল্প ধ্বংসের উদ্দেশ্যে ধ্বংসাত্মক তৎপরতার প্যাটার্নের সঙ্গে আগেরকার আওয়ামী সন্ত্রাস হুবহু মিলে যাওয়ায় সকলের কাছেই পরিস্কার হয়ে যাচ্ছে যে, নৃশংস এসব প্রাণসংহার ও ধ্বংসযজ্ঞের মূল হোতাও আওয়ামী সন্ত্রাসীরাই।” তিনি বলেন, “আমি তাদেরকে বলবো, যেভাবেই হোক আপনারা এখনো ক্ষমতার সনদ আঁকড়ে ধরেছেন। উৎপীড়ন ও নির্মুল অভিযান ছেড়ে এখন সমঝোতার পথে আসুন। চক্রান্ত ও অন্তর্ঘাতের পথ পরিত্যাগ করে শান্তি ফিরিয়ে আনুন। নিজেরা রাষ্ট্রীয় নিরাপত্তায় থেকে বিরোধীদলকে তাড়া করে ফিরছেন। আইন শৃঙ্খলা বাহিনীর ছত্রছায়ায় দলীয় সন্ত্রাসীদের সশস্ত্র অব্স্থায় রাজপথে নামিয়ে, আমদের অফিস অবরুদ্ধ করে রেখে বিরোধী দলকে মাঠে নামার আহবান জানাচ্ছেন। আর দাবি করছেন, দেশে গণতন্ত্র ও নির্বাচনের পরিবেশ রয়েছে। এটা কেউ মেনে নিবে না।”
আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ ভূমিকার পালনের আহ্বানও জানান তিনি। আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ্য করে তিনি বলেন, “প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আমার আহবান, আপনারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন। জনগণের প্রতিপক্ষে অবস্থান নিবেন না।”