হিসেবী চৈতন্য (ফারহানা খানম)
~~হিসেবী চৈতন্য~~
—ফারহানা খানম—
******************************************************************************************
নীল মুগ্ধতাগুলো জমাছিল শ্বেতপাথরের জামবাটিতে,
হীরে বসানো লাল চোলিতে সোনালী কারুকাজ দেখে
হিসেবী চিলের কণ্ঠেও নির্ভুল তালে আশাবরী
সুর খেলে যায়।
মোহাবিষ্ট মনে তখনই সময়ের প্রারম্ভ;
পুর্নতা চাই।
আসক্তির সাথে প্রাপ্তির সম্পর্কটা
চিরায়ত যোগান রেখা অধোঃমুখী,
— কেটে যায় সুর,
আবেগের শীতলতায় নিরবিচ্ছিন্ন শূণ্যতা…
জাণা ছীল মতান্তরের কারণ কিন্তু অমিমাংসিত
ফলাফলে অনিবার্য সংঘাত!
সম্পর্কগুলোর বিচ্ছিন্নতা
আর নব সংস্করণে দ্বীপান্তরে
নির্বাসন নিয়েছে মন।
তখনই ছায়াশরীরে জমাট
বাঁধে নিস্তব্ধতা!
লৌকিকতা ছেড়ে অন্ধকার ঘরের নিশ্ছিদ্র নীরবতায়,
অপ্রাপ্তির অপ্রতুলতায় কতটাপিপাসার্ত ছিল আকাঙ্খা?
সেই আখ্যান-প্রতি আখ্যানের ব্যাখ্যায়
ব্যস্ত এখন হিসেবী চৈতন্য।।
___________________________________________________________