পেট্রোল বোমাঃ রিকশা আরোহী যাত্রী অগ্নিদগ্ধ!
পুলক চৌধুরী,এসবিডি নিউজ24 ডট কমঃ রাজধানীর শ্যামপুরে দুর্বৃত্তদের ছোঁড়া পেট্রোল বোমায় জাহানারা বেগম (৫০) নামে এক নারী অগ্নিদগ্ধ হয়েছে। ৬ ডিসেম্বর (শুক্রবার) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বার্ন ইউনিটের আবাসিক সার্জন ড. পার্থ শংকর পাল জানান, তার শরীরের ২২ শতাংশ পুড়ে গেছে। রাত সাড়ে ১২টায় এ রিপোর্ট লেখার সময় তার অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাজহারুল ইসলাম জানান, জাহানারা বেগম তার মেয়ে রিতাকে নিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সায় করে জুরাইনের ঢালকান নগর যাচ্ছিলেন। এ সময় ওয়াসা রোডের লাল মসজিদের সামনে আসলে অবরোধকারীরা রিকশা লক্ষ্য করে পেট্রোল বোমা ছুঁড়ে মারে। এতে রিকশায় ও জাহানারা বেগমের শরীরে আগুন ধরে যায়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলেও জানান থানার এই ভারপ্রাপ্ত কর্মকর্তা।