আজ থেকে আলোচনা শুরু হয়েছেঃ সৈয়দ আশরাফ
নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ সবদলের অংশগ্রহণে নির্বাচনের আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেছেন, র্বতমান সঙ্কট সমাধানে সব দলকে নির্বাচনে আনতে জাতিসংঘ যে উদ্যোগ নিয়েছে তা ফলপ্রসূ হবে বলে আমি আশা করি। সব দল বলতে কাদের বুঝিয়েছেন- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা নির্বাচনী প্রক্রিয়ায় আছে তাদের নিয়ে নির্বাচন করা হবে। তবে অনেক দল এখনও নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেয়নি। ৭ ডিসেম্বর (শনিবার) বিকেলে জাতিসংঘের সহকারী সেক্রেটারি জেনারেল অস্কার ফার্নান্দেজ তারানকোর সঙ্গে হোটেল সোনারগাঁওয়ে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। আশরাফুল ইসলাম বলেন, আজ থেকে আলোচনা শুরু হয়েছে। আজ প্রাথমিক আলোচনা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই জাতির কাছে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। তিনি বলনে, রাজনৈতিক সঙ্কট নিরসনে আমাদের আরেকটু সময় দিতে হবে। ধৈর্য ধরতে হবে। গণতন্ত্রের স্বার্থে আপনারা আমাদের সহযোগিতা করবেন। প্রাথমিকভাবে আমাদের আলোচনা হয়েছে। আরও কয়েক দফায় আলোচনা করতে হবে। ১/১১ এর সময় জাতিসংঘের মহাসচিব বান কি মুনের সঙ্গে যে রুমে আলোচনা হয়েছিল আজও সইে রুমে আলোচনা হয়েছে। তখনকার সে আলোচনা ফলপ্রসূ হয়েছিল। আমরা আশা করি, এবারের আলোচনাও সফল হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আশরাফ বলনে, নির্বাচন প্রক্রিয়ায় যারা আছে তাদের নিয়ে আগামী নির্বাচন নির্ধারিত সময় ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এ সময় তার সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, দলের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল-আলম হানিফ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফারুক খান। এ বৈঠক শেষে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করতে গণভবনের উদ্দেশ্যে রওনা হয়েছেন তারানকো।