জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কাদের মোল্লার ফাঁসি কার্যকর
বিশেষ প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ অবশেষে কার্যকর হলো কাদের মোল্লার ফাঁসি। ১২ ডিসেম্বর রাত ১০টা ১ মিনিটের মধ্যে জামায়াতে ইসলামী বাংলাদেশের এই সহকারী সেক্রেটারি জেনারেলের ফাঁসি কার্যকর করা হয়। ঢাকা কেন্দ্রীয় কারাগারে কার্যকর হয় এই রায়। ফলে রায় কার্যকর নিয়ে যে সন্দেহ-সংশয় দেখা দিয়েছিল তা দূর হলো।
এটি একাত্তরের মানবতাবিরোধী কোনো মামলার রায়ের প্রথম বাস্তবায়ন। এই রায় কার্যকর হবার কথা ছিল মঙ্গলবার রাত ১২টা ১ মিনিটে। ওই দিনই মৃত্যু পরোয়ানা পৌঁছে কারাগারে। কিন্তু রিভিউ আবেদন নিয়ে কাদের মোল্লার আইনজীবীরা আপিল বিভাগের চেম্বার বিচারপতির কাছে যান মঙ্গলবার রাতে। এক আদেশে ফাঁসি কার্যকরের দেড় ঘণ্টা আগে তা স্থগিত করেন চেম্বার বিচারপতি। ১২ ডিসেম্বর (বৃহস্পতিবার) সুপ্রীম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হয়। শুনানি শেষে কাদের মোল্লার ফাঁসির রায়ের রিভিউ আবেদন খারিজ হয়ে যায় এর আগে বৃহস্পতিবার দুপুরে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কাদের মোল্লাকে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের জন্য ফাঁসির দণ্ডাদেশ দিয়েছিলেন।
রায় কার্যকর ঘিরে কারাগার ও আশপাশের এলাকায় ব্যাপকভাবে জোরদার করা হয় নিরাপত্তা। কারাগারের আশপাশের বাড়ির ছাদগুলোয়ও নিরাপত্তা কর্মীরা অবস্থান নেন।