জাতীয় প্রেসক্লাবে জঙ্গিরা মিটিং করেঃ ডিএমপি কমিশনার
নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ জাতীয় প্রেসক্লাবে জঙ্গিরা মিটিং করে বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ ৩০ ডিসেম্বর (সোমবার) এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান। ২৯ ডিসেম্বর (রোববার) পুলিশের উপস্থিতিতে প্রেসক্লাবে হামলা হলো কিভাবে -এমন প্রশ্নের জবাবে কমিশনার সাংবাদিকদের বলেন, ”আমাদের কাছে তথ্য আছে প্রেসক্লাবে জঙ্গিরা মিটিং করে। একটি গোষ্ঠী রাজনৈতিক স্বার্থে ঢাল হিসেবে প্রেসক্লাবকে ব্যবহার করে। জাতীয় প্রেসক্লাব সবার। একটি বিশেষ গোষ্ঠী এটাকে ঢাল হিসেবে ব্যবহার করতে পারে না।” সুপ্রিম কোর্টে আইজীবীদের ওপর পুলিশের উপস্থিতিতে সরকারি দলের কর্মীদের হামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ”পুলিশ সুপ্রিম কোর্টের অনুমতি নিয়ে ভেতরে ঢুকেছে। সেখানে আইনজীবীদের আড়ালে বহিরাগতরা অবস্থান নিয়েছিল। এ ঘটনায় সুপ্রিম কোর্টকে একটি তদন্ত কমিটি গঠনের অনুরোধ করব।” বেনজির আহমেদ বলেন, কোনো গোষ্ঠী দেশের সর্বোচ্চ পবিত্র স্থান আদালত পাড়াকে রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করলে আদালতের অনুমতি নিয়ে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, আদালত একটি পবিত্র ও অরাজনৈতিক জায়গা, জাতীয় প্রেসক্লাবও একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান। এ দু’টি জায়গাই দেশের সব শ্রেণী-পেশার মানুষের জায়গা। এসব জায়গাকে একটি বিশেষ গোষ্ঠী রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করতে চাইছে।
বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার গুলশানের বাসভবনের সামনে থাকা বালুভর্তি ট্রাক ও অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং তার চলাচলে বাধা দেয়ার কারণ জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, ‘এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না।’ সরকারি দলের কর্মীদের রাজধানীজুড়ে লাঠি মিছিল করার বিষয়ে প্রশ্নের মুখে পড়েন ডিএমপি কমিশনার। কিন্তু উল্টো সমর্থনের সুরে তিনি বলেন, ”এটা শুধু লাঠি না। লাঠির মাথায় পতাকা ছিল। এটা পতাকা মিছিল ছিল।” ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে পুলিশের অতিরিক্ত কমিশনার ইব্রাহীম ফাতেমী, মিলি বিশ্বাস ও শেখ মারুফ হাসান।