রাজধানী থেকে ৩ দিন পর দেশের বিভিন্ন রুটে বাস চলাচল শুরু হয়েছে
বিশেষ প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ বিরোধীজোটের ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচির কারণে টানা ৩ দিন বন্ধ ছিল দুরপাল্লার বাস চলাচল। ৩০ ডিসেম্বর (সোমবার) সন্ধ্যায় রাজধানী থেকে দূরপাল্লার বাস চলতে শুরু করেছে। আর রাত থেকে সব রুটেই স্বাভাবিক নিয়মে বাস চলাচল করবে বলে জানিয়েছে বাংলাদেশ বাস ও ট্রাক ওনারস অ্যাসোসিয়েশন। সন্ধ্যার পর খোঁজ নিয়ে দেখা গেছে, রাজধানীর আন্তজেলা বাস টার্মিনাল গাবতলী, সায়েদাবাদ এবং মহাখালী টার্মিনাল থেকে দেশের বিভিন্ন রুটে বাস চলাচল শুরু হয়েছে। বাংলাদেশ বাস ও ট্রাক ওনারস অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মো. কামাল হোসেন জানান, মালিকদের সিদ্ধান্ত অনুযায়ী আজ (সোমবার) সন্ধ্যা থেকে দেশের সব রুটে বাস চলাচল শুরু করেছে। অন্য জেলা শহর থেকেও গাড়ি ছাড়ার বিষয়েও একই সিদ্ধান্ত বলে জানা গেছে।
উল্লেখ্য, বিরোধীজোটের ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচিকে কেন্দ্র করে সরকার সমর্থক শ্রমিক সংগঠন- মটর চালক লীগ ২৮-২৯ ডিসেম্বর দুই দিনের হরতালের ডাক দেয়। ফলে সারা দেশের সঙ্গে রাজধানীর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিরোধীজোটের কর্মসূচি একদিন বর্ধিত হলে মটর চালক লীগও ১ দিন (সোমবার) হরতাল বৃদ্ধি করে।