মহানায়িকা সুচিত্রা সেন গুরুতর অসুস্থ্য
এসবিডি নিউজ24 ডট কম,ডেস্কঃ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মহানায়িকা সুচিত্রা সেনের ছানির অস্ত্রোপচার আপাতত স্থগিত করেছে চিকিৎসকরা৷ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ৩১ ডিসেম্বর (সোমবার) সুচিত্রা সেনের ছানির অপারেশন হওয়ার কথা ছিল৷ কিন্তু এই কথা শুনে তিনি অত্যন্ত চিন্তিত হয়ে পড়েন৷ ফলে তার হৃদস্পন্দনের হারও অনেকটা বেড়ে যায়৷ বাধ্য হয়েই চিকিৎসকরা এদিনের অস্ত্রোপচার বন্ধ করে দেন৷ অন্যদিকে রবিবার রাত থেকে তার শারিরীক অবস্থার অবনতি হওয়ায় তাকে জেনারেল বেড থেকে সরিয়ে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয়৷
মহানায়িকার শ্বাসকষ্ট বেড়েছে৷ পাশাপাশি বেড়েছে হৃদস্পন্দনের হারও৷ চিকিৎসকরা জানিয়েছেন ফুসফুসে জল জমেছে৷ কিডনি ও হার্টের অবস্থা ভাল নয়৷ পাশাপাশি জরুরি তলব করা হয় ডাক্তারদের৷ এদিন রাতেই হাসপাতালে পৌঁছান মহানায়িকার নাতনি রিয়া ও রাইমা৷