রাজধানীতে ১২ ধরণের যান চলাচলে নিষেধাজ্ঞা

রাজধানীতে ১২ ধরণের যান চলাচলে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ ৫ জানুয়ারী (রোববার) এর দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন রাজধানীতে ১২ ধরণের যান চলাচলে উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে পুলিশ। ৪ জানুয়ারী (শনিবার) মধ্যরাত থেকে রোববার মধ্যরাত পর্যন্ত এসব এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মাসুদুর রহমান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বেবিট্যাক্সি, সিএনজি চালিত অটোরিকশা, ইজিবাইক, জিপ, বাস, ট্যাক্সি ক্যাব, পিকআপ, ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেট কার, টেম্পো এবং মোটর সাইকেল এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে। তবে রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে প্রার্থী, এজেন্ট, দেশি-বিদেশি পর্যবেক্ষকদের জন্য নিষেধাজ্ঞা শিথিল থাকবে বলে জানানো হয়েছে। পাশাপাশি সাংবাদিক, অ্যাম্বুলেন্স, দমকল বাহিনী, বিদ্যুৎ, গ্যাস, ডাক ও টেলিযোগাযোগসহ জনসেবামূলক সব ধরনের যানচলাচল এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে।

সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রতিষ্ঠানের পরিচয়পত্র বা নির্বাচন কমিশনের অনুমতিপত্র সঙ্গে রাখতে হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

নিজস্ব প্রতিনিধি