ঝিনাইদহে নির্বাচন পরবর্তী সহিংসতাঃ আহত ১৫, অসংখ্য বাড়িঘর ভাংচুর
আহমেদ নাসিম আনসারী,ঝিনাইদহ প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ নির্বাচন পরবর্তী সহিংসতা ও সমাজিক দ্বন্দের কারণে ঝিনাইদহ জেলার বিভিন্ন স্থানে সংঘর্ষ এবং বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটেছে। শহরের কালিকাপুরে নৌকা প্রতিকের সমর্থকদের দোকান ও ৫/৬টি বাড়ি ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থীর লোকজন। এদিকে জেলায় বিচ্ছিন্ন সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১৫ জন। এর মধ্যে ঝিনাইদহ সদর হাসপাতালে ১০ জন ভর্তি হয়েছেন। আহতরা হলেন, ঝিনাইদহ শহরের হামদহ এলাকার সবেদ আলীর ছেলে মিলন, কাঞ্চননগরপাড়ার আবুল হোসেনের ছেলে রুবেল, আদর্শপাড়ার আফসারের ছেলে বকুল, সদর উপজেলার বাড়িবাথান গ্রামের মসলেমের ছেলে মুনছুর আলী, চুয়াডাঙ্গা জেলার নবীনগর গ্রামের মফিজ উদ্দীনের ছেলে বিশারত আলী, সদর উপজেলার লাউদিয়া গ্রামের হাসেমের ছেলে সুমন, আজমের ছেলে বিপ্লব, ওসমানের ছেলে রাসেল, হরিনাকুন্ডু উপজেলার খলিশাকুন্ডু গ্রামের হাসেম আলীর ছেলে হাফিজুর ও একই উপজেলার সড়াবাড়িয়া গ্রামের শাহাদত হোসেনের ছেলে আলমগীর হোসেন। নির্বাচন পরবর্তী সহিংসতা ও সমাজিক দ্বন্দের কারণে সৃষ্ট সংঘর্ষে এ সব ব্যক্তি আহত হন বলে পুলিশ জানায়। এদিকে নির্বাচনের জের ধরে ঝিনাইদহ পৌর এলাকার কালিকাপুর গ্রামে সংঘর্ষ অব্যাহত রয়েছে। মঙ্গলবারও সেখানে দোকান ও বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটেছে। পুলিশ মোতায়েন করেও পরিস্থিতি সামাল দেয়া যাচ্ছে না।