হয়রানির প্রতিবাদঃ বান্দরবানে সাংবাদিকদের সমন্বয় সভা অনুষ্ঠিত
এসবিডি নিউজ24 ডট কম,ডেস্কঃ পেশাগত কাজে নানামুখি বাধা ও হয়রানির শিকারের প্রতিবাদে বান্দরবানে কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ জানুয়ারী (বুধবার) সকালে বান্দরবান প্রেসক্লাবের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি অধ্যাপক মো. ওসমান গণি। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মনু, দৈনিক মানব জমিন প্রতিনিধি আমিনুল ইসলাম, এটিএন প্রতিনিধি মিনারুল হক, এনটিভি প্রতিনিধি আলাউদ্দিন শাহরিয়ার ও সময় টেলিভিশনের প্রতিনিধি এস বাসু দাশ প্রমুখ। সভায় সাম্প্রতিক সময়ে জেলার সাংবাদিকরা পেশাগত কাজে সংবাদ সংগ্রহের সময় বিভিন্ন মহলের কাছে নানামুখি হয়রানী ও বাধাগ্রস্থ হওয়ার বিষয় ছাড়াও পেশাগত দক্ষতা বৃদ্ধি,উন্নয়ন সাংবাদিকতা,সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিরাজমান ইউনিটি আরও বেগবান করা নিয়ে মতবিনিময় করা হয়। তাছাড়া সভায় জেলার সংবাদকর্মীদের সঠিক তালিকা প্রকাশেরও সিদ্ধান্ত নেয়া হয়।
সাংবাদিক নেতারা জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় কর্মরত সাংবাদিকদের পেশাগত কাজ যাতে করে নিভিঘ্নে ও নিরাপত্তার মাধ্যমে পরিচালনা করতে পারেন সেই লক্ষ্যে স্থানীয় প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করে। উক্ত সভায় জেলায় কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার প্রায় ৩৫জন সংবাদকর্মী উপস্থিত ছিলেন।