পরলোকে সাবেক প্রধান বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান
নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ পৃথীবির মায়া ত্যাগ করে চলে গেলেন সাবেক প্রধান বিচারপতি ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ হাবিবুর রহমান। ১২ জানুয়ারী (শনিবার) রাত ৯টা ৫৩ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার রাত নয়টা ২০ মিনিটের দিকে হাবিবুর রহমান বাসায় মাথা ঘুরে পড়ে যান। এরপর তাঁকে দ্রুত ইউনাইটেড হাসপাতালে নেয়া হলে রাত ৯টা ৫৩ মিনিটে কর্তব্যরত চিকিত্সক হাবিবুর রহমানকে মৃত ঘোষণা করেন। হাবিবুর রহমানের মস্তিস্কে রক্তক্ষরণ হয়েছিল বলে জানিয়েছেন তার চিকিত্সক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। গুণী এই আইন বিশেষজ্ঞের মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে দেশের আইন ও রাজনৈতিক অঙ্গনে।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিচারপতি হাবিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “দেশের বিচার ব্যবস্থায় তার অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবেও তার সাহসী ভূমিকার প্রতি চির কৃতজ্ঞ থাকবে জাতি। ”