অনেক দিন পর (খালেদ হোসাইন)

অনেক দিন পর (খালেদ হোসাইন)

<—-অনেক দিন পর—->
‍‍‍~~~খালেদ হোসাইন~~~
==================================================================

অনেক দিন অনেক দিন অনেক দিন পর
বাতাসে যেন ভেসে এল আলোর কণ্ঠস্বর
নদীতে যেন মৃদু বাতাস সাজিয়ে দিল ঢেউ
অনেক দিন অনেক দিন অনেক দিন পর।
>>>
অনেক দিন অনেক দিন অনেক দিন পর
অনেক পথ হেঁটে পেলাম বিশ্রামের এক ঘর
মৌসুমি সব ফুল ফুটেছে নিজস্ব উচ্ছ্বাসে
অনেক দিন অনেক দিন অনেক দিন পর।
>>>
অনেক দিন অনেক দিন অনেক দিন পর
শরীর থেকে নেমে গেল দিনানুদিনের জ্বর
মনের মধ্যে গুঞ্জরিত পাখির কলতান
অনেক দিন অনেক দিন অনেক দিন পর।
________________________________________________________________

অতিথি লেখক