সাগর-রুনির হত্যার বিচারের দাবিতে সাংবাদিকদের অনশন
নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনির হত্যার বিচারের দাবিতে অনশন করছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্যরা। ২ এপ্রিল (বুধবার) সকাল থেকে এই অনশন শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।
২০১১ সালের ১১ ফেব্রুয়ারি পূর্ব রাজাবাজারের ভাড়া বাসায় দুর্বৃত্তরা নৃশংসভাবে হত্যা করে সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনিকে। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেফতারের আশ্বাস দিলেও গত দুই বছরে খুনিরা গ্রেফতার হয়নি। এ নিয়ে সাংবাদিক নেতারা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। সাংবাদিক নেতারা বলেন, যত দিন পর্যন্ত খুনিদের বিচারের আওতায় আনা না হবে তত দিন পর্যন্ত আন্দোলন-অনশন চলবে। তারা প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন রেখে বলেন, ডিএনএ পরীক্ষা করার পরও কেন খুনিদের গ্রেফতার করতে পারছেন না, সেটা বোধগম্য নয়। সরকারের কাছে অবিলম্বে খুনিদের গ্রেফতারের দাবি জানান নেতারা।
অনশনে উপস্থিত আছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি শাহেদ চৌধুরী, সহসভাপতি রফিকুল ইসলাম আজাদ, সাধারণ সম্পাদক ইলিয়াস খান, সাবেক যুগ্ম সম্পাদক মোতাহার হোসেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক শাবান মাহমুদসহ সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্যরা।