শাহবাগে প্রজন্ম ৭১ ও গণজাগরণ মঞ্চের মধ্যে সংঘর্ষঃ আহত ৪
নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ রাজধানীর শাহবাগে গণজাগরণ মঞ্চের কর্মী এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সাংস্কৃতিক সংগঠন প্রজন্ম-৭১ এর কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গণজাগরণের ৪ কর্মী আহত হয়েছে। তবে কী কারণে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে তা জানা যায়নি।
৩ এপ্রিল (বৃহস্পতিবার) রাত সোয়া নয়টার দিকে শাহবাগে এ সংঘর্ষ হয়। সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার এসআই ফেরদৌস। সংঘর্ষের পর গণজাগরণ মঞ্চের কর্মীরা থানায় মামলা করতে গেলে রমনা জোনের উপ পুলিশ কমিশনার মারুফ হোসেন সর্দার শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সিরাজুল ইসলামের কক্ষে বসে দু’পক্ষের মধ্যে বিষয়টি সমঝোতার চেষ্টা করছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত গণজাগরণের কর্মীরা লাঠিসোঠা নিয়ে সেখানে অবস্থান করছে। শাহবাগে বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।