রাজশাহীতে ছাত্রলীগের এক নেতাকে গুলি করে হত্যা
এসবিডি নিউজ24 ডট কম,ডেস্কঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রলীগের এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। তার নাম রুস্তম আলী বলে জানা গেছে। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। ৪ এপ্রিল (শুক্রবার) দুপুর দেড়টার দিকে শহীদ সোহরাওয়ার্দী হলে তার নিজ কক্ষে (৩২৫) গুলি করে হত্যা করা হয় তাকে। তবে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সেক্রেটারি তুহিন দাবি করেছেন, এই হত্যাকাণ্ড ঘটিয়েছে ছাত্রশিবির। কারণ বৃহস্পতিবার রাতে শিবির তাকে হুমকি দিয়ে বলেছে, ছাত্রলীগের কোনো নেতা-কর্মীকে ক্যাম্পাস ও হলে অবস্থান করতে দেয়া হবে না। কিন্তু ছাত্রলীগের একটি সূত্র জানিয়েছে, রুস্তম এবং ছাত্রলীগৈর আরেক নেতা মেহেদী হাসান সোহরাওয়ার্দী হলের ৩২৫ নম্বর কক্ষে রিভলভার নাড়াচাড়া করছিলেন। এসময় হঠাৎ গুলি বের হয়ে রুস্তমের গলায় ঢুকে যায়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই রুস্তমের মৃত্যু হয়।