টি-২০ বিশ্বকাপের ট্রফি ঘরে তুললো শ্রীলংকা
ক্রীড়া প্রতিবেদক,এসবিডি নিউজ24 ডট কমঃ ভারতকে ফাইনাল খেলায় ৬ উইকেটে হারিয়ে টি-২০ বিশ্বকাপের ট্রফি ঘরে তুললো শ্রীলংকা। প্রায় চারবার ফাইনালে উঠে এবার প্রথম কাপ জিতলো মালিংগার দল। এর আগে ২০১১ সালেও ভারতের কাছে হেরে গিয়ে শিরোপা থেকে ছিটকে গিয়েছিলো শ্রীলংকা। সর্বশেষ গত আসরে ওয়েস্ট ইন্ডিজের কাছে পরাজিত হয়ে খালি হাতে ফিরতে হয়েছিলো তাদের। কিন্তু এবার ঢাকায় আর ভুল করেনি তারা। ঠিকই বুদ্ধিদীপ্ত ক্রিকেট খেলে শিরোপা নিয়ে দেশে ফিরবে শ্রীলংকানরা। ভারতের দেয়া মামুলি ১৩১ রানের টার্গেট চেজ করতে খুব একটা বেগ পেতে হয়নি শ্রীলংকা দলের। কুমার সাংগারাকারা সর্বোচ্চ ৫২ রান করে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। আর দুর্ধর্ষ পেরেরা তাকে সংগ দিয়ে জয়ের ধারায় পৌছে দিয়েছেন। পেরেরার সংগ্রহ ১৮ রান। অন্যদিক অল্প রানের কারনে খুব একটা প্রতিদ্বন্দ্বিতাও গড়ে তুলতে পারেনি ভারত। ফাইনালে শ্রীলংকাকে মাত্র ১৩১ রানে টার্গেট দিলো ভারত। মিরপুর স্টেডিয়ামে ফাইনালে টসে হেরে ব্যাট করতে নেমে ২০ ওভাবে ৪ উইকেট হারিয়ে ১৩০ রান সংগ্রহ করেছে ধোনির টীম। অন্যদিকে টসে জয়লাভ করে কম রাণে বেধে বাড়তি সুবিধা আদায় করেছে শ্রীলংকান অধিনায়ক লাশিথ মালিঙ্গা। ভারতের পক্ষে একমাত্র ভিরাট কোহলি সর্বোচ্চ ৭৭ রান করেছেন। এছাড়া রোহিত শর্মা ২৯ রান করলেও অন্যরা তেমন সুবিধা করতে পারেননি। আর শ্রীলংকার পক্ষে হেরাথ, ম্যাথুস কুলাসাকারা একটি করে উইকেট লাভ করেন। অধিনায়ক মালিংগা কোন উইকেট না পেলে ইকোনামি বোলিং করে ভারতের রান রেট বাড়তে দেননি।