৭ এপ্রিলঃ ঢাবির ৪৮তম সমাবর্তন
নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠ ও প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৪৮তম সমাবর্তন ৭ এপ্রিল (সোমবার) সকাল ১১টায় শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষাকেন্দ্রের মাঠে এ সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রেসিডেন্ট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ। এ বছর সমাবর্তন বক্তা থাকবেন ইউরোপিয়ান অরগানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চের (সার্ন) মহাপরিচালক অধ্যাপক রোল্ফ হুয়ের। এ সমাবর্তনে অধ্যাপক রোল্ফ হুয়েরকে ‘ডক্টর অব সায়েন্স’ ডিগ্রি দেয়া হবে। এ বছর সমাবর্তনে মোট ৮ হাজার ৩২২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। এদের মধ্যে পুরুষ গ্র্যাজুয়েট ৪ হাজার ১৫ জন এবং নারী গ্র্যাজুয়েট ৪ হাজার ২৯৭ জন।