শ্রদ্ধা, ভালবাসা, কৃতজ্ঞতায় সিক্ত ঢামেকঃ রোগ প্রতিরোধ ব্যবস্থা জোরদার করার দাবি
নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ চিরাচায়িত অভিযোগ নয়, বরং সীমিত লোকবল ও সম্পদ দিয়ে বছরে লক্ষ লক্ষ পরিচয়হীন, ধনী-গরীব মানুষকে স্বাস্থ্যসেবার দেয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) কর্মীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। আজ সকালে ২৩টি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের উদ্যোগে ঢামেক কর্মীদের ফুলে শুভেচ্ছার মাধ্যমে প্রতীকীভাবে দেশের রাষ্ট্রায়াত্ত্ব হাসপাতালের কর্মীদের কৃতজ্ঞতা জ্ঞাপন করার উদ্যোগ গ্রহণ করা হয়। ধন্যবাদ কর্মসূচীর শেষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে স্বাস্থ্য রক্ষায় বিভিন্ন দাবি উপস্থাপন করা হয়।
ঢাকা মেডিকেল কলেজের গেইটে আয়োজিত সংবাদ সম্মেলনে দক্ষ, কর্মঠ, দায়িত্ববান চিকিৎসাকর্মীদের সরকারীভাবে চিহ্নিত ও সম্মানা প্রদান, রোগীর চাপ কমাতে জেলা, উপজেলা, মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতালগুলোর মধ্যে সমন্বয় সাধণ। “স্বাস্থ্য”-কে বাংলাদেশের সংবিধানে মৌলিক অলংঘনীয় মানবাধিকার হিসেবে উল্লেখ, স্বাস্থ্য উন্নয়নের মূল কৌশল হিসেবে রোগ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ, একটি জনস্বাস্থ্যনীতি প্রণয়ন, বাজেটে রোগ প্রতিরোধমূলক কার্যক্রমের জন্য বরাদ্ধ বৃদ্ধি, স্বাস্থ্য ও পরিবেশের সাথে সাঙ্ঘর্ষিক যে কোন নীতি ও কার্যক্রম বাতিল, স্বাস্থ্যের জন্য ক্ষতিতকর খাদ্য বিপননে প্রচারণা বা প্রলুব্ধকরণ বন্ধের সুপারিশ করে। সংবাদ সম্মেলনে আয়োজক সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন এ কে এম আবু মকসুদ, আরো উপস্থিত ছিলেন আমীর হাসান, কাজী এনায়েত হোসনে, ফারজানা জামান লিজা, হেলাল আহমেদ, ইবনুল সাইদ রানা, মাহবুল হক, জিয়াউল হক, সৈয়দ মাহবুবুল আলম প্রমুখ।