ক্যান্সার প্রতিরোধে তামাক!
এসবিডি নিউজ24 ডট কম,ডেস্কঃ ধূমপানজনিত ক্যান্সার বিষয়ে জনসচেতনতা বাড়াতে সিগারেট-বিড়ির প্যাকেটে লেখা থাকে ‘ধূমপানে ক্যান্সার হয়’। কিন্তু গবেষণায় এবার ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। তামাক গাছের ফুলে এমন একধরনের কোষ রয়েছে, যা ক্যান্সার প্রতিরোধ করতে সক্ষম। এ ফুলের একধরনের অণুকোষ ক্যান্সারে আক্রান্ত ব্যক্তির দেহের ভালো কোষগুলো বাদ রেখে শুধু ক্যান্সার কোষ ধ্বংস করে আক্রান্ত ব্যক্তিকে সুস্থ করে তুলতে পারে। অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক তামাক থেকে ক্যান্সার নিরাময়ের এ সম্ভাবনার কথা বলেছেন। তামাক গাছের এ অণুকোষ প্রাকৃতিক রোগ প্রতিরোধক হিসেবে কাজ করে। ছত্রাক ও ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে গাছকে রক্ষা করে। এ অণুকোষই মানবদেহের ক্যান্সার কোষ শনাক্ত করে তা ধ্বংস করতেও পারে। গবেষণা দলের প্রধান ড. মার্ক হুলেট এ সম্পর্কে বলেছেন, তামাক গাছের ফুল থেকে ক্যান্সার প্রতিরোধের উপায় পাওয়া গেছে- এমনটি শুনতে হাস্যকর মনে হলেও এটি কিন্তু চমৎকার একটি আবিষ্কার। লা ট্রোব বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান ইনস্টিটিউট থেকে প্রকাশিত এ-সম্পর্কিত প্রতিবেদনে বলা হয়েছে, তামাক গাছের এনএডি১ অণুকোষ ক্যান্সার রুখতে পারে।
এদিকে ড. মার্ক হুলেট ও সহযোগীদের গবেষণা প্রতিবেদন প্রকাশের পর হেক্সিমা নামে একটি বায়োটেকনোলজি প্রতিষ্ঠান এনএডি১ মানবদেহে ক্যান্সার প্রতিরোধে কাজ করে কি না, তার পরীক্ষায় নেমেছে। এ গবেষণার ফল যদি সত্যি হয়ে থাকে, তবে হয়তো সিগারেট-বিড়ির প্যাকেটে লেখা থাকবে ‘ক্যান্সার রুখতে ধূমপান করুন’। তামাকজাত পণ্যের ব্যবসা তখন হয়তো আরো ফুলে-ফেঁপে উঠবে।
[সূত্র : নিউজ.এম, ইউপিআই, দ্য গার্ডিয়ান।]