আমাদের আন্দোলন আগের মতোই পুরোপুরি শান্তিপূর্ণ আছে এবং থাকবেঃ ইমরান এইচ সরকার
নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ যুদ্ধাপরাধীদের নির্মূলের রূপরেখা ও ছয় দফা বাস্তবায়নে নতুন কর্মসূচি দিয়েছে গণজাগরণ মঞ্চ। ১১ এপ্রিল (শুক্রবার) বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।
কর্মসূচির মধ্যে রয়েছে : একাত্তরে কাদের মোল্লার (মানবতাবিরোধী অপরাধের দায়ে যার ফাঁসি কার্যকর হয়েছে) নেতৃত্বে রাজধানীর মিরপুরের আলোকদী গ্রামের যাদের ওপর নির্যাতন চালানো হয়েছে, তাদের সঙ্গে ১৪ এপ্রিল সকাল ৯টায় বৈশাখী শুভেচ্ছা বিনিময়, বিকেল ৩টায় শাহবাগে ‘নববর্ষের অঙ্গীকার, নিপাত যাক রাজাকার’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান ও সন্ধ্যা ৭টায় প্রদীপ প্রজ্বালন। গণজাগরণ মঞ্চের ৬ দফা বাস্তবায়নের দাবিতে এবং মানবতাবিরোধী অপরাধের বিচারে দীর্ঘসূত্রতার প্রতিবাদে ১৮ এপ্রিল সারা দেশে বিক্ষোভ সমাবেশ ও মিছিল এবং এদিন বিকেল ৩টায় শাহবাগে সমাবেশ।