এক ফালি চাঁদের আলো (অনুপমা অপরাজিতা)
<—-অনুপমা অপরাজিতা—->
*************************************************************************************
কন্ঠলগ্ন বিভোরতায় মগ্ন
আমি জোছনার রোদ খুঁজতে গিয়ে
এক ফালি চাঁদের সাথে ক্রসিং
বিনিদ্রমাখা পোড়া চোখ আমার
নিসর্গের আলোয় মেখে নিলো
উত্তাপ বাবলার বাঁকে দাঁড়িয়ে
আলোআঁধারি প্রতীক্ষার শরীর ছুঁয়ে
স্বপ্নের ঘ্রাণে জেগেছে
আলিঙ্গন ফাগুনের হলদে প্লাবনে
ভেসে যায় কাঁকরের রাঙা মাটি
মুগ্ধতায় ছুঁয়ে থাকে হাতের সঙ্গম।।
কন্ঠলগ্ন বিভোরতায় মগ্ন
আমি জোছনার রোদ খুঁজতে গিয়ে
এক ফালি চাঁদের সাথে ক্রসিং
বিনিদ্রমাখা পোড়া চোখ আমার
নিসর্গের আলোয় মেখে নিলো
উত্তাপ বাবলার বাঁকে দাঁড়িয়ে
আলোআঁধারি প্রতীক্ষার শরীর ছুঁয়ে
স্বপ্নের ঘ্রাণে জেগেছে
আলিঙ্গন ফাগুনের হলদে প্লাবনে
ভেসে যায় কাঁকরের রাঙা মাটি
মুগ্ধতায় ছুঁয়ে থাকে হাতের সঙ্গম।।
_________________________________________________________________