পরলোকে নোবেলজয়ী গ্যাব্রিয়েল গার্সিয়া
এসবিডি নিউজ24 ডট কম,ডেস্কঃ স্পানিশ ভাষার সর্বকালের সর্বশ্রেষ্ঠ লেখক নোবেলজয়ী গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস পৃথিবী ছেড়ে চলে গেলেন। ১৭ এপ্রিল (বৃহস্পতিবার) কলম্বিয়ায় নিজ বাড়িতে ৮৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মার্কেস। পরিবারের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে বিবিসি অনলাইন।‘জাদু বাস্তবতা’র এ লেখক তার ওয়ান হানড্রেড ইয়ার্স অব সলিটিউড (নিঃসঙ্গতার এক শ বছর) বই দিয়ে বিশ্ব সাতিহ্য দরবারে সমাদৃত হন। তার মৃত্যুতে স্পানিশ সাতিহ্যের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রটির বিদায় ঘটলো। যদিও সাহিত্যের অমর রাজ্যে তিনি আলো দিয়ে যাবেন চিরদিন।
মার্কেসের হানড্রেড ইয়ার্স অব সলিটিউড উপন্যাসটি ১৯৬৭ সালে প্রকাশিত হয়। কয়েক মাসের ব্যবধানে হুহু করে শেষ হয়ে যায় প্রথম সংস্করণের সব বই। এরপর বহু সংস্করণ হয়েছে। বিক্রি হয়েছে ৩ কোটি বই। আর এ বইয়ের জন্য তিনি ১৯৮২ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান। বেশ কিছু দিন ধরে মার্কেস অসুস্থ্যতায় ভুগছিলেন। হাসপাতালেও ভর্তি হয়েছিলেন। কিন্তু হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরে যান। এরই মধ্যে সম্প্রতি তিনি কয়েকবার জনসম্মুখেও এসেছেন।লেখনিতে জাদু বাস্তবতা সৃষ্টিতে তিনিই পথপ্রদর্শক। ল্যাটিন আমেরিকার মানুষের জীবনের নানা বৈচিত্র তিনি নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন তার লেখনিতে।
[সূত্র : বিবিসি অনলাইন।]
[সূত্র : বিবিসি অনলাইন।]