রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আবার সাংবাদিকদের উপর হামলা
নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ ঢাকা মিডফোর্ড হাসপাতালে সাংবাদিকদের উপর হামলার ঘটনার ২৪ ঘণ্টার মাথায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আবার সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটেছে। এদিকে ঘটনার সময় দায়িত্বে অবহেলার জন্য বোয়ালীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদুর রহমানকে সাময়িক প্রত্যাহার করেছে প্রশাসন। ২০ এপ্রিল (রোববার) রাতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে শিক্ষানবিশ চিকিৎসকদের হামলার শিকার হন সাংবাদিকদেরা। এসময় ১০ সাংবাদিক আহত হন এবং পাঁচটি ক্যামেরা ভাঙচুর করা হয়।
আহত সাংবাদিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাজশাহী মেডিকেল কলেজে রোগীর মৃত্যুর ঘটনার জের ধরে মৃতের স্বজনদের সাথে চিকিৎসকদের মারামারির ঘটনা ঘটেছে। এমন খবর পেয়ে সাংবাদিকরা রাত ১১টার দিকে ঘটনাস্থলে যান। এ সময় সাংবাদিকদের হাসপাতালের ভেতরে ঢুকতে বাধা দেয়া হয়। একপর্যায়ে সাংবাদিকেরা ভেতরে ঢুকলে তাদের ওপর হামলা চালান চিকিৎসকেরা। ঘটনাস্থলেই ১০ জন সাংবাদিক আহত হয়। এদের মধ্যে কয়েকজন গুরুতর আহত হয়েছেন। সাংবাদিকদের পাঁচটি ক্যামেরাও ভেঙে ফেলেন তারা।
আহত সাংবাদিকরা হলেন- চ্যানেল ২৪ এর ক্যামেরাপারসন রায়হান, রিপোর্টার আবরার শাহির, দৈনিক সোনার দেশের সালাউদ্দিন, মাছরাঙ্গা টেলিভিশনের মাসুদ, ইন্ডিপেন্ডেন্ট টিভির জাফর ইকবাল লিটন, এটিএন নিউজের রুবেল, যমুনা টিভির ক্যামেরাপার্সন রাসেল। এরমধ্যে রাসেলকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয়েছে। বাকীরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।