অটবির কারখানার অগ্নিকাণ্ডঃ কয়েক’শ কোটি টাকার ক্ষতি,কারখানা বন্ধ ঘোষণা
নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ সাভারের খাগান এলাকায় অটবির কারখানায় গতরাতে লাগা আগুনে শত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছে কর্তৃপক্ষ। অটবির কর্ণধার অনিমেশ কুণ্ডু সাংবাদিকদের জানিয়েছেন, ক্ষয়ক্ষতির সঠিক পরিসংখ্যান এখন পর্যন্ত জানা সম্ভব না হলেও তা কয়েক শ কোটি টাকা ছাড়িয়ে যাবে। বিপুল পরিমাণের এ ক্ষতি কাটিয়ে উঠাও খুবই কঠিন বলে জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, ২২ এপ্রিল (মঙ্গলবার) রাত ১০ টায় সাভারের খাগান এলাকায় অবস্থিত অটবির কারখানার লেকার সেকশন থেকে আগুনের সূত্রপাত হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের উৎপত্তি হয়েছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা শ্রমিকরা। আগুনে পুড়ে যাওয়া কারখানা দেখতে বুধবার সকাল থেকে সেখানে ভিড় করছে কারখানাটির শ্রমিক, ডিলারসহ অন্যান্য কর্মীরা। রাজধানীর পান্থপথ শোরুমের ডাইরেক্টর রাজীব হোসেন কারখানটিতে দেখতে জানান, দেশের ফার্নিচার শিল্পে নতুন মাত্রা যোগ করেছে অটবি। অটবির এ কারখানাটি পুড়ে যাওয়ায় পুরো ফার্নিচার ব্যবসায় ধস নামবে বলে দাবি করেন তিনি। এ ছাড়া এ কারখানায় প্রায় ৫ শতাধিক শ্রমিকের চোখে মুখে বিষাদের ছাপ ফেলে গতরাতের ভয়াবহ আগুন। কর্তৃপক্ষ কারখানাটি বন্ধ ঘোষণা করায় জীবন জীবিকা নিয়ে নতুন করে সংশয় সৃষ্টি হয়েছে শ্রমিকদের মাঝেও।
তবে অটবি কর্তৃপক্ষ দাবি করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা সময়মত ঘটনাস্থলে পৌঁছালে হয়তো ক্ষয়ক্ষতির পরিমাণ কম হত।