এভারেস্ট অভিযানঃ দক্ষিণ দিকের বদলে উত্তরে
এসবিডি নিউজ24 ডট কম,ডেস্কঃ আন্তর্জাতিক ডেস্কচলতি বছরে আর কোনো পর্বতাভিযান হবে না বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে। এভারেস্টে গত সপ্তাহে ঘটে যাওয়া তুষার ধসের মর্মান্তিক দুর্ঘটনায় ১৬ জন শেরপার প্রাণ হারানোর পর থেকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। হাইকিং কর্মকর্তারা জানিয়েছেন, এভারেস্টের যে পথে ভয়ঙ্কর তুষার ধস নেমেছিল সেই পথে নতুন করে বিপদ ঘটার সম্ভাবনা রয়েছে। এই সপ্তাহেই বহু অভিযাত্রী দলই বেস ক্যাম্প থেকেই অভিযান বাতিল করে দিতে বাধ্য হয়েছেন। পর্বতাভিযানের এক অন্যতম অভিযাত্রী অ্যালেন অর্নেট তার ওয়েবসাইটে লিখেছেন, সময়টা দুঃখ প্রকাশের ও দলবদ্ধ হওয়ার। ৮,৮৫০ মিটার ( ২৯.০৩৫ ফুট ) হিমালয় পর্বতের সর্বোচ্চ চূড়ায় এই প্রানঘাতী দুর্যোগ ঘটনার পর পর্বতারোহণ কমিউনিটি মর্মাহত। মাত্র কয়েক হাজার ডলারের বিনিময়ে নেপালি শেরপার যেভাবে নিজেদের জীবন তুচ্ছ করে বিদেশী অভিযাত্রীদের সাহায্য করতে এগিয়ে আসে তার ওপর বিশেষ গুরত্ব আরোপ করেছে এই কমিউনিটি। ১৯৯০ সালের পর এই প্রথম এভারেস্ট অভিযানের মরসুমে অভিযান বন্ধ থাকবে। যদিও দক্ষিণ দিকের বদলে উত্তরে তিব্বতের দিক দিয়ে অভিযানের প্রচেষ্টা চললেও চলতে পারে।