আনোয়ার চৌধুরীঃ পেরুতে বৃটিশ রাষ্ট্রদূত

আনোয়ার চৌধুরীঃ পেরুতে বৃটিশ রাষ্ট্রদূত

এসবিডি নিউজ24 ডট কম,ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত সাবেক বৃটিশ হাই-কমিশনার বাংলাদেশী বংশোদ্ভূত আনোয়ার বখত্‌ চৌধুরী পেরুতে বৃটিশ হাই-কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন। পেরুতে নিযুক্ত ইংল্যান্ডের বর্তমান রাষ্ট্রদূত জেমস্‌ ডরিসের জায়গায় রাষ্ট্রদূত হয়ে চলতি বছরের আগস্ট মাস থেকে কাজ করবেন বর্তমানে বৃটেনের ফরেন কমনওয়েলথ অফিসের পরিচালক হিসেবে কর্মরত কূটনীতিক আনোয়ার চৌধুরী। বৃহস্পতিবার বিদেশ ও কমনওয়েলথ কার্যালয় (এফসিও) প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। ২০০৩ সালে ফরেন কমনওয়েলথ অফিসে (এফসিও) যোগ দেন আনোয়ার চৌধুরী। এর আগে দেশটির বেসরকারি খাতে, রয়্যাল এয়ার ফোর্সে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ে এবং মন্ত্রিসভা কার্যালয়েও কাজ করেন তিনি। ২০০৪ সালে ঢাকায় বৃটিশ হাই কমিশনার নিযুক্ত হন আনোয়ার। বাংলাদেশে চার বছরের দায়িত্বপালন শেষে ২০০৮ সালে ফরেন কমনওয়েলথ অফিসে ফিরে গিয়ে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর পরিচালক (বহুপাক্ষিক নীতি) হিসেবে দায়িত্ব নেন। এর পর তিনি এফসিওর কার্যক্রম উন্নয়নে কাজ করেন। সেখানে কূটনৈতিক বিষয়ে সরকারের জন্য অনুপ্রেরণামূলক অনবদ্য কাজের স্বীকৃতি হিসেবে তাকে ইনস্টিটিউট অব গভর্নমেন্ট অ্যাওয়ার্ড দেয়া হয়।

আন্তর্জাতিক ডেস্ক