নারায়ণগঞ্জ ইস্যুতে একটি মহল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেঃ ওবায়দুল কাদের

নারায়ণগঞ্জ ইস্যুতে একটি মহল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেঃ ওবায়দুল কাদের

এসবিডি নিউজ24 ডট কম,ডেস্কঃ যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় সরকার উদাসীনও নয়, নীরবও নয়। ঘটনার পুনরাবৃত্তি রোধে যা করা দরকার, সরকার সব উদ্যোগ নিচ্ছে।” ১৩ মে (মঙ্গলবার) দুপুরে কিশোরগঞ্জের ভৈরবে ঢাকা-কিশোরগঞ্জ সড়কের নির্মাণাধীন চারটি সেতুর কাজের অগ্রগতি দেখতে এসে তিনি এসব কথা বলেন। যোগাযোগমন্ত্রী বলেন, “নারায়ণগঞ্জ ইস্যুতে একটি মহল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। ওই মহলের মনে রাখা দরকার, এই বিষয়ে সরকার ‘সিরিয়াস’। শুধু তা-ই নয়, সত্য উদঘাটনে দৃঢ়প্রতিজ্ঞ।” তিনি বলেন, “চাকরি হারানো র‌্যাবের তিন কর্মকর্তাকে গ্রেফতারে হাইকোর্টের দেয়া নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন করা হবে। এরই মধ্যে প্রক্রিয়া শুরু হয়েছে।”

এ সময় যোগাযোগমন্ত্রীর সঙ্গে ছিলেন সড়ক ও জনপথের ময়মনসিংহ সার্কেলের তত্ত্বাবধায়ক মনিরুল ইসলাম, কিশোরগঞ্জের নির্বাহী প্রকৌশলী সফিকুল ইসলাম ঢাকা সার্কেলের তত্ত্বাবধায়ক মো. শাহাব উদ্দিন, নরসিংদীর নির্বাহী প্রকৌশলী সালমা বেগম ও সেতুর প্রকল্প পরিচালক দলিল উদ্দিন।

এসবিডি নিউজ ডেস্ক

Related articles