মুন্সিগঞ্জে ঝড়ের কবলে যাত্রীবাহী লঞ্চঃ নিহত ১২, নিখোঁজ ২ শতাধিক!
পুলক চৌধুরী ও রুপম হালদার,এসবিডি নিউজ24 ডট কমঃ মুন্সিগঞ্জে ঝড়ের কবলে পড়ে মেঘনা নদীতে ডুবে গেছে একটি যাত্রীবাহী লঞ্চ। ১৫ মে (বৃহস্পতিবার) বিকালে এ ঘটনায় অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছেন দুই শতাধিক যাত্রী। এর মধ্যে দু’জনের নাম জানা গেছে। জামাল শিকদার (৫৫), ছেলে আবিদ শিকদার ও টুম্পা বেগম (২৬)। তাদের বাড়ি শরীয়তপুরের সুরেশ্বর। বাকিদের নাম ঠিকানা জানা যায়নি। দ্বিতল ও মাঝারি আকারের লঞ্চটি ঢাকার সদরঘাট থেকে শরীয়তপুরের সুরেশ্বর যাওয়ার পথে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় ঝড়ের কবলে পড়ে৷
মুন্সিগঞ্জের জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল এসবিডি নিউজকে জানান, এমভি মিরাজ-৪ নামের ওই লঞ্চে কতজন যাত্রী ছিলেন সে বিষয়ে বিভিন্ন ধরনের তথ্য পাওয়া গেছে৷ নিখোঁজ যাত্রীর সংখ্যা ২০০ থেকে সাড়ে ৩০০ পর্যন্ত হতে পারে৷দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন উদ্ধারকাজ শুরু করে৷বিকাল সাড়ে ৫টা পর্যন্ত নদী থেকে নয়জনের মৃতদেহ উদ্ধার করা হয়, যাদের মধ্যে অন্তত দু’জন নারী বলে স্থানীয় পুলিশ কর্মকর্তা ফেরদৌস আহমেদ জানান৷জেলা প্রশাসক জানান, নারায়ণগঞ্জ থেকে দুটি উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে৷ কোস্ট গার্ড ও জেলা প্রশাসনের কর্মীরাও এই উদ্ধার অভিযানে অংশ নিচ্ছেন৷