গ্রেফতারের ৩ ঘন্টা পরই মুক্ত নীলা
নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ নারায়ণগঞ্জে আলোচিত সাত হত্যাকাণ্ডের ঘটনায় সিটি করপোরেশনের কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস নীলাকে আটকের প্রায় তিন ঘণ্টা পর ছেড়ে দেয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে রাত ৯টার দিকে তাকে ছেড়ে দেয় পুলিশ। ১৮ মে (রোববার) সন্ধ্যা ৬টার দিকে হাজীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের সামনে থেকে পুলিশ তাকে আটক করে। নীলা নারায়ণগঞ্জ সার্কিট হাউসে গণশুনানিতে অংশ নিয়ে ফিরছিলেন। সদর থানার ওসি মঞ্জুর কাদের জানান, সাত হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নীলাকে আটক করা হয়। পরে তাকে হস্তান্তর করা হয় জেলা গোয়েন্দা পুলিশের কাছে।
উল্লেখ্য, নীলা নূর হোসেনের অতি ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। এর আগে নীলা গণমাধ্যমের কাছে বলেছিলেন- নূর হোসেন তাকে বিয়ে না করে শুধু রক্ষিতা করে রাখতে চেয়েছিলেন। নূর হোসেন ৩৫ লাখ টাকা মূল্যের গাড়িও উপহার দিয়েছেন তাকে। আর নূরের কারণেই স্বামীকে ডিভোর্স দিয়েছেন বলেও ওই সময় গণমাধ্যমকে জানান নীলা। বিভিন্ন সময় প্রকাশিত নীলা ও নূরের ছবিগুলোও এখন বেশ আলোচিত।