রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে মৃদু ভূমিকম্প
নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রাত ১০টা ২৫ মিনিটে এই কম্পন অনুভূত হয়। দেশের কয়েকটি স্থান থেকে মৃদু কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। ৫.৬ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো বঙ্গোপসাগর।
আবহাওয়া অধিদপ্তরের খবরে বলা হয়, ভূমিকম্পের উত্পত্তিস্থল রাজধানীর আগারগাঁওয়ের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র থেকে ৬৮১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগরে। এতে তাত্ক্ষণিকভাবে হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ঢাকা, মানিকগঞ্জ, চট্টগ্রাম, কক্সবাজার, বগুড়া, রাজশাহীসহ দেশের বেশ কয়েকটি স্থানে মৃদু ভূমিকম্পন অনুভূত হয়েছে। সমুদ্র উপকূলীয় ফেনীতেও বেশি কম্পন অনুভূত হয়েছে।