সাংবাদিক কল্যাণ ট্রাস্টঃ দ্বিতীয় অধিবেশনে বিলটি পাস হতে পারে
নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ দশম সংসদের দ্বিতীয় অধিবেশনে বাজেটই থাকবে সবচেয়ে বেশি আলোচনায়। তারপরই স্থান করে নিতে পারে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বিল। আগামী ৩ জুন দ্বিতীয় অধিবেশনে বাজেট পেশের পর বিলটি পাস হতে যাচ্ছে। নতুন ২০১৪-২০১৫ অর্থবছরেই চালু হচ্ছে এই কল্যাণ ট্রাস্ট। এই বিল পাস হলে সাংবাদিকদের সরকারি আর্থিক সহায়তা বাড়বে। বিলটির যাচাই-বাছাই শেষ করেছে তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির সভাপতি কে এম রহমত উল্লাহ বলেছেন, ‘সাংবাদিক কল্যাণ ট্রাস্ট সাংবাদিকদের কল্যাণে সহায়ক ভূমিকা পালন করবে। বিশেষ করে অসহায় ও দুস্থ সাংবাদিকদের জন্য এটি বেশি কার্যকরি হবে।’ বর্তমানে প্রধানমন্ত্রীর দফতর থেকে দুঃস্থ, অসহায়, অসুস্থ এবং বেকার সাংবাদিকদের থোক আকারে আর্থিক সাহায্য দেয়া হয়। কল্যাণ ট্রাস্ট হলে সাংবাদিকরা সরকার থেকে আরো বেশি আর্থিক সহায়তা পাবে। এমন একটি ট্রাস্ট গঠনের জন্য সাংবাদিকরা বছরের পর বছর ধরে বিভিন্ন সরকারের কাছে দাবি জানিয়ে এসেছে। অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় তথ্যমন্ত্রণালয় বিলটি পাসের উদ্যোগ নেয়। এই ট্রাস্টের প্রধান হবেন তথ্যমন্ত্রী। সরকার একজন প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ দেবেন। এছাড়া ট্রাস্টি বোর্ডে থাকবেন সাংবাদিকদের প্রতিনিধি।