মালয়েশিয়ার নিখোঁজ বিমানঃ উপগ্রহে ধারণকৃত তথ্য হুবহু প্রকাশ
এসবিডি নিউজ24 ডট কম,ডেস্কঃ মালয়েশিয়ার নিখোঁজ বিমান ফ্লাইট এমএইচ৩৭০ সম্পর্কে উপগ্রহে ধারণকৃত তথ্য হুবহু প্রকাশ করেছে দেশটি। এ তথ্য প্রথম সরবরাহ করা হয়েছে নিখোঁজ বিমানের যাত্রীদের স্বজনদের মধ্যে। এ তথ্য থেকে ধারণা করা হচ্ছে, বিমানটি ভারত মহাসাগরের দক্ষিণাঞ্চলে বিধ্বস্ত হয়।
নিখোঁজ বিমানের যাত্রীদের স্বজনরা দাবি জানিয়ে আসছিলেন, অনুসন্ধানের ব্যাপারে স্বচ্ছতা নিশ্চিত করতে উপগ্রহে ধারণকৃত তথ্য গণমাধ্যমকে দেয়ার আগে যেন তাদের হাতে দেয়া হয়। তাদের দাবিকে সমর্থন করে মালয়েশিয়া কর্তৃপক্ষ এ তথ্য প্রথমে ভুক্তভোগী পরিবারের সদস্যদের মধ্যে সরবরাহ করেছে। ব্রিটেনের একটি প্রতিষ্ঠান ইনমারস্যাট এ তথ্য সংগ্রহ করেছে, যা মঙ্গলবার মালয়েশিয়া কর্তৃপক্ষের মাধ্যমে সরবরাহ করা হয়েছে। মোট ৪৭ পৃষ্ঠায় তথ্য প্রকাশ করা হয়েছে, যার মধ্যে সংযুক্তি আকারে পাদটীকা দেয়া হয়েছে। এমএইচ৩৭০ ফ্লাইটটি গত ৮ মার্চ কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে নিখোঁজ হয়। এতে ২৩৯ জন যাত্রী ছিলেন, যাদের অধিকাংশ চীনা। আড়াই মাসের বেশি সময় পেরিয়ে গেলেও বিমানটি সম্পর্কে সঠিক তথ্য দিতে পারেনি কেউ। কেনইবা নিখোঁজ হলো তারও কোনো কারণ জানা যায়নি। যুক্তরাষ্ট্র, চীনসহ বিশ্বের ২৬টি দেশ নিখোঁজ বিমানটি খুঁজে পেতে অনুসন্ধান চালায়। এর মধ্যে গত সপ্তাহে লন্ডনের এক লেখক অসমর্থিত সূত্রের বরাত দিয়ে তার লেখা একটি বইতে দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও থাইল্যান্ডের যৌথ সামরিক মহড়া চলাকালে ভুলবশত গুলি করে বিমানটি ভূপাতিত করা হয়েছে। কিন্তু দাবির পক্ষে যথেষ্ট যুক্তি-উপাত্ত দাঁড় করাতে পারেননি তিনি।
[সূত্র: বিবিসি অনলাইন।]