সারাদেশে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস
এসবিডি নিউজ24 ডট কম,ডেস্কঃ জলবায়ু পরিবর্তনের প্রভাবে বৈশ্বিক উষ্ণতা যেমন বাড়ছে, সঙ্গে বাড়ছে সাগরের পানির উচ্চতাও। ‘হতে হবে সোচ্চার, সাগরের উচ্চতা বাড়াবো না আর‘–এই প্রতিপাদ্য নিয়ে সারাদেশে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। ৫ জুন (বৃহস্পতিবার) রাষ্ট্রীয় পর্যায় থেকে শুরু করে দেশের বিভিন্ন সংগঠন ও পরিবেশপ্রেমী মানুষ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করেছে। পরিবেশ দিবস উপলক্ষে সকালে ‘বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০১৪‘ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু অান্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অায়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী চলতি বছরের প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি পর্যায়ে পরিবেশ পদক, বঙ্গবন্ধু ওয়াইল্ড লাইফ কনজারভেসন পদকও বিতরণ করেন। জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় উন্নত দেশগুলোর প্রতিশ্রুতি বাস্তবায়নে বিশ্ববাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। পরিবেশ, প্রতিবেশ, বন সংরক্ষণ ও উন্নয়নে তার সরকার কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
রাজধানীর মতো দেশের বিভিন্ন জেলায়ও পালিত হয়েছে পরিবেশ দিবস। শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, র্যালি ও বিনামূল্যে গাছের চারা বিতরণের কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। কক্সবাজারেও র্যালি ও সমাবেশের মধ্য দিয়ে দিবস পালনের খবর পাওয়া গেছে। দ্বীপ জেলা ভোলা, রাজবাড়ী, ঠাকুরগাঁওসহ বিভিন্ন জেলায় পরিবেশ দিবস পালন করা হয়েছে।