আফগানিস্তানে প্রেসিডেন্ট পদপ্রার্থীর গাড়ি বহরে বোমা হামলা
এসবিডি নিউজ24 ডট কম,ডেস্কঃ আফগানিস্তানে প্রেসিডেন্ট পদপ্রার্থী ডঃ আবদুল্লাহ আবদুল্লাহর গাড়ি বহরে ৬ জুন (শুক্রবার) এক বোমা হামলা হয়েছে। এতে তিনি অক্ষত অবস্থায় রক্ষা পেলেও তার একজন দেহরক্ষী, পুলিশ এবং বেসামরিক লোকসহ মোট ৬ জন নিহত হয়েছেন। কাবুলে একটি প্রচারণা সভা শেষ করে যাবার পথে ডঃ আবদুল্লাহর গাড়িবহরের ওপর দুটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে আরো বেশ কিছু লোক আহত হয়েছেন। আহতের সংখ্যা অন্তত ২২ বলে পুলিশ বলছে। ড. আবদুল্লাহ প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফায় সবাধিক ভোট পেয়েছেন, এবং এ মাসে অনুষ্ঠেয় দ্বিতীয় পর্বের ভোটেও তিনিই জিতবেন বলে মনে করা হচ্ছে। আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম দফার ভোটে এগিয়ে থাকা আবদুল্লা আবদুল্লা বিস্ফোরণের পর জাতীয় টেলিভিশনে দেয়া এক ভাষণে বলেছেন কাবুলে প্রচারণা সমাবেশ শেষে বেরনোর পর তার গাড়ির বহরে দুটি বিস্ফোরণ ঘটেছে। অল্পের জন্য প্রাণে বেঁচে যাওয়ার পর টিভি ভাষণে দারি ভাষায় তিনি তার সমর্থকদের আশ্বস্ত করেন। পুলিশ বলছে আত্মঘাতী হামলাকারী বিস্ফোরক ভর্তি একটি গাড়ি নিয়ে ডঃ আবদুল্লার গাড়িবহর লক্ষ্য করে বিস্ফোরণ ঘটায়। গাড়িবহরটি সশস্ত্র প্রহরাধীন ছিল। দ্বিতীয় বিস্ফোরণটি একটি বোমার আঘাত থেকে হয়ে থাকতে পারে বলে একজন মুখপাত্র জানাচ্ছেন। তবে কাবুল থেকে বিবিসির সংবাদদাতা বলছেন দ্বিতীয় বিস্ফোরণ ঠিক কীভাবে হয়েছে তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।