রোজায় কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবেঃ বাণিজ্যমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ আসন্ন রমজানের জন্য নিত্য প্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুদ থাকায় দাম বাড়ার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, “সরবরাহ স্বাভাবিক থাকায় শুধু রমজান নয় সারাবছরই নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক থাকবে।” ৯ জুন (সোমবার) দুপুরে সচিবালয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, “রোজায় কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।” এছাড়াও সরকার ফরমালিন ব্যবহার রোধে কঠোর আইন করছে বলেও জানান মন্ত্রী।