গ্রুপ ‘সি’ এর ম্যাচঃ গ্রিসকে ৩-০ গোলে হারিয়েছে কলম্বিয়া
ক্রীড়া প্রতিবেদক,এসবিডি নিউজ24 ডট কমঃ গ্রুপ ‘সি’ এর ম্যাচে গ্রিসকে ৩-০ গোলে হারিয়েছে কলম্বিয়া। বেলো হরিজন্তেতে দলের হয়ে একটি করে গোল করেছেন পাবলো আরমারো, তেওফিলো গিটারেজ ও জেমস রদ্রিগুয়েজ। এ জয়ের মাধ্যমে বিশ্বকাপে অসধারণ শুরু হলো কলম্বিয়ার। দক্ষিণ আমেরিকার এই দেশটির বিশ্বকাপে সেরা সাফল্য ১৯৬২ ও ১৯৯০ সালে। দুবারই তারা ১৪তম স্থানে থেকে শেষ করেছিলো বিশ্বকাপ। এর আগে গত তিনবার তারা বিশ্বকাপে সুযোগ পায়নি। ম্যাচে শুরু থেকে প্রভাব বিস্তার করতে খেলতে থাকে কলম্বিয়া। মাত্র তৃতীয় বিশ্বকাপ খেলতে আসা ইউরোপের দেশ গ্রিস সমানতালে লড়তে থাকে কলম্বিয়ার বিপক্ষে। লড়াই জমে উঠার আগেই অবশ্য হোঁচট খেয়ে বসে গ্রিস। ম্যাচের মাত্র পাঁচ মিনিটের সময় গোল খেয়ে বসে তারা। লেফট-ব্যাক থেকে বাড়ানো বল নিজের নিয়ন্ত্রণে নিয়ে গোল করেন আলমারো। জুয়ান কুয়াদরাদোর কাছ থেকে বল পেয়ে গোলটি করেন তিনি। গোল খেয়েও হতাশ হয়নি গ্রিস। তারা সমানতালে লড়তে থাকে কলম্বিয়ার বিপক্ষে। ফলে বারবার আক্রমণ করে গোলে দেখা পাওয়া সহজ হয়নি কলম্বিয়ার। দক্ষিণ আমেরিকার দেশটি দ্বিতীয় গোল পেয়েছে ম্যাচের ৫৮ মিনিটে। এবার গোল করেছেন তেওফিলো গিটারেজ। আগুলিয়ারের ফ্রি কিক থেকে পাওয়া বলটিকে গোলে পরিণত করেন তিনি। কলম্বিয়া শেষ গোল করে ম্যাচের অতিরিক্ত সময়ে। এবারও সহায়তা করেন জুয়ান কুয়াদরাদো। গোলটি আসে জেমস রদ্রিগুয়েজের পা থেকে।
ম্যাচে কলম্বিয়ার মধ্যমাঠ নজর কেড়েছে। একই সাথে তাদের জমাট ডিফেন্সও বুঝিয়ে দিয়েছে এবার নিজেদের মহাদেশে বড় ধরনের প্রতিজ্ঞা নিয়েও মাঠে নেমেছে তারা। গ্রুপে তাদের পরের দুই ম্যাচের প্রতিপক্ষ আইভোরিকোস্ট ও জাপান।