জয় নিয়ে ফ্রান্সের বিশ্বকাপ শুরু
ক্রীড়া প্রতিবেদক,এসবিডি নিউজ24 ডট কমঃ হার দিয়ে শুরু হলো হন্ডুরাসের বিশ্বকাপ। ফ্রান্সের বিপক্ষে ৩-০ গোলে হেরেছে দলটি। তিন গোলের দুটি করেছেন করিম বেনজেমা। একটি গোল ছিলো আত্মঘাতী। ম্যাচটিতে হেরে গেলেও দারুণ খেলেছে হন্ডুরাস। বিশেষ করে দ্বিতীয়ার্ধে ১০ জনের দল নিয়ে খেলেও ফ্রান্সকে ভালোভাবেই সামলেছে তারা। ম্যাচের শুরু থেকে নিজেদের রক্ষণভাগকে দুর্ভেদ্য দুর্গের মতো করেই দেখায় হন্ডুরাস। ফ্রান্সের একের পর আক্রমণ নষ্ট হয়ে গেছে হন্ডুরাসের ডিফেন্স পর্যন্ত এসে। বারবার চেষ্টা করেও গোলের দেখা মিলেনি ফ্রান্সের। প্রথম গোল পাওয়ার জন্য ফ্রান্সকে অপেক্ষা করতে হয়েছে প্রথমার্ধের শেষ মুহূর্ত পর্যন্ত। হন্ডুরাসের ডিফেন্ডার প্যালাসিওর ফাউল থেকে পেনাল্টি পায় ফ্রান্স। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন প্যালাসিও। ম্যাচের ৪৫ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে গোল করেন বেনজেমা। এগিয়ে যায় ফ্রান্স। দশজনের দলে পরিণত হওয়া হন্ডুরাস দ্বিতীয় গোল হজম করে নিজেদের পা থেকেই। করিম বেনজেমার শট হন্ডুরাস ডিফেন্ডারের পা ছুঁয়ে জড়ায় জ্বালে। এর আগে অবশ্য একটু ঝামেলা বেঁধে যায়। করিম বেনজেমা সীমানা চিহ্নের বাইরে থেকে শট করেছিলেন কিনা তা নিয়ে দেখা দেয় বিতর্ক।
বেনজেমার দুর্দান্ত এক গোল আসে ম্যাচের ৭২ মিনিটে। প্যাটরিক ইব্রার অ্যাসিস্টে গোলটি করেন বেনজেমা। শেষ পর্যন্ত বেনজেমার দুই গোলের কল্যাণে ৩-০ গোলের বড় জয় নিয়েই বিশ্বকাপ শুরু করে ফ্রান্স।