সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া পুলিশ কোনো যানবাহন তল্লাশি করবে না
নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ মহাসড়কে সুষ্ঠুভাবে যানবাহন চলাচলের সুবিধার্থে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া পুলিশ কোনো যানবাহন তল্লাশি করবে না। মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসনে হাইওয়ে এবং জেলা পুলিশ বিশেষ তৎপর থেকে দায়িত্ব পালন করবে। আসন্ন রমজান ও ঈদ-উল-ফিতর উপলক্ষে সারা দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। এ লক্ষ্যে পুলিশের পক্ষ থেকে প্রতিটি জেলা এবং ইউনিটে কন্ট্রোল রুম খোলা হচ্ছে। ১৯ জুন (বৃহস্পতিবার) পুলিশ হেডকোয়ার্টারের সম্মেলন কক্ষে রমজান ও ঈদ-উল-ফিতর উপলক্ষে আইনশৃঙ্খলা এবং ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন। তিনি সুষ্ঠু যানবাহন চলাচল ও দুর্ঘটনা প্রতিরোধে মহাসড়কে নসিমন, করিমন, ভটভটি যাতে চলাচল না করে সেজন্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সজাগ থাকার নির্দেশ দেন। মাদকের বিরুদ্ধে সর্বাত্মক সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে পুলিশ প্রধান বলেন, ‘মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স প্রদর্শন করে উদ্ধার অভিযান জোরদার করতে হবে।’ খাদ্যে ফরমালিনের বিষয়টি উল্লেখ করে হাসান মাহমুদ খন্দকার বলেন, ‘ফরমালিন ও রাসায়নিক উপাদান মিশ্রিত ফল ও খাদ্যদ্রব্য বিরোধী চলমান অভিযান অব্যাহত থাকবে।’ এ সময় তিনি দায়িত্বশীলতার সঙ্গে এ অভিযান পরিচালনার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘পুলিশ বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে কর্তব্যে অবহেলা বা অপেশাদার আচরণের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।’