উত্তেজনা ও শ্বাসরুদ্ধকর খেলায় ব্রাজিলের জয়ঃ কান্নাভেজা চোখে বিদায় চিলির
ক্রীড়া প্রতিবেদক,এসবিডি নিউজ24 ডট কমঃ ট্রাইবেকারে জয় পেয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে ব্রাজিল। জুলিও সিজারের অনন্য গোল কিপিংয়ে দুরন্ত জয় পেয়েছে বিশ্বকাপের স্বাগতিক দল। পক্ষান্তরে ভাগ্যের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে চিলি। নির্ধারিত সময়ের খেলা ১-১ মিনিটে ড্র ছিলো। পরে অতিরিক্ত ৩০ মিনিটেও গোল পায়নি কোনো দল। পরে ম্যাচ গড়ায় ট্রাইবেকারে। যেখানে ৩-২ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে উঠে যায় ব্রাজিল। পক্ষান্তরে ভাগ্যের পরীক্ষায় হেরে বিশ্বকাপ থেকে কান্নাভেজা চোখে বিদায় নেয় চিলি।
তীব্র উত্তেজনা ও শ্বাসরুদ্ধকর খেলায় নব্বই মিনিট লড়াই শেষে ১-১ গোলে সমতায় ছিল ব্রাজিল-চিলি। নির্ধারিত সময় শেষে অতিরিক্ত সময়েও কেউ গোল করতে পারেনি। ফলে খেলা এখন টাইব্রেকারে গড়ালো। নির্ধারিত সময়ে সমতা বজায়ে থাকায় খেলা অতিরিক্ত ৩০ মিনিটে গড়ায়। বিশ্বকাপে নির্ধারিত ও অতিরিক্ত সময়ে অমীমাংসিত নকআউট পর্যায়ের খেলাগুলো টাইব্রেকারে নিষ্পত্তি হয়। সবারই চোখ বেলো হরাইজন্তে। যেখানে নকআউট পর্বের প্রথম ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হয়েছে চিলি। বাংলাদেশ সময় রাত ১০টায় মিনেইরো স্টেডিয়ামে শুরু হয়েছে এই ম্যাচ। খেলার ১৮ মিনিটে কর্নার কিক থেকে ডেভিড লুইজ চমৎকার একটি শটে গোল করে ব্রাজিলকে ১-০ গোলে এগিয়ে দেয়। এরপর চিলির আক্রমণ তীব্র হয়। গোল শোধে মরিয়া হয়ে তারা খেলতে থাকে। অবশেষে ৩২ মিনিটে সানচেজ গোল করে সমতায় ফেরান চিলিকে। এরপর থেকে ব্রাজিলের আক্রমণ তীব্র হলেও তারা আর গোলের দেখা পায়নি। প্রথমার্ধে খেলার ফল ব্রাজিল-১ চিলি-১ অপরিবর্তিত থাকে। গেল বিশ্বকাপে এই একই ধাপে ব্রাজিলের কাছে ৩-০ গোলে হেরেছিল চিলি। এর আগে বিশ্বকাপে আরও যে দু’বার তারা মুখোমুখি হয়, সেই দুবারও হেরেছে চিলি। তাই এবার তারা ইতিহাস ভাঙার স্বপ্ন দেখছে। তবে, এতো হারের পরও আত্মবিশ্বাসে টগবগ করছে চিলি। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে পেছনে ফেলে ‘বি’ গ্রুপ থেকে রানারআপ হয়ে দ্বিতীয় পর্বে আসা কম বড় কথা নয়। আর আত্মবিশ্বাস রয়েছে ব্রাজিলের মধ্যেও। ব্রাজিলিয়ান ছন্দে স্বাগতিকরা যে দাপট দেখিয়েছে সেটা তাদের আত্মবিশ্বাসেরই বহিপ্রকাশ। শনিবার থেকে ১৩ জুলাই পর্যন্ত চলবে এই নকআউট পর্বের খেলা।