হিগুয়েনের গোলে সেমিফাইনালে আর্জেন্টিনা
ক্রীড়া প্রতিবেদক,এসবিডি নিউজ24 ডট কমঃ ব্রাজিল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠে গেল আর্জেন্টিনা। খেলার শুরুতেই মাত্র ৮ মিনিটের মাথায় গঞ্জালো হিগুয়েনের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। এরপর থেকে বেলজিয়াম গোল শোধে অন্তত দুইবার সুযোগ পায় কিন্তু আর্জেন্টিনার জালে তারা বল পাঠাতে ব্যর্থ হন। ৩৯ মিনিটে মেসির একটি ফ্রি কিক বারের সামান্য ওপর দিয়ে চলে যায়। ফলে প্রথমার্ধে খেলার ফল অপরিবর্তিত থাকে। প্রথমার্ধের বিরতির পরও কেউ আর গোলের দেখা পায়নি। ৫১তম মিনিটে বাঁ প্রান্ত দিয়ে হিগুয়াইনের শট বেলজিয়ামের এক খেলোয়াড়ের গায়ে লেগে বার ঘেঁষে বাইরে চলে যায়। খেলার শেষ সময়ে আক্রমণ-পাল্টা আক্রমণের পর গোলের দেখা পায়নি কেউ। ফলে ২৪ বছর পর বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে উঠল আর্জেন্টিনা। বাংলাদেশ সময় ৫ জুলাই (শনিবার) রাত ১০টায় ব্রাসিলিয়ার গারিঞ্চা স্টেডিয়ামে শুরু হয়েছে এই খেলা।
এর আগে শুক্রবারের খেলায় জার্মানি ১-০ গোলে ফ্রান্সকে ও ব্রাজিল ২-১ গোলে কলম্বিয়াকে পরাজিত করে সেমিফাইনালে উঠে গেছে।