‘ঢাকা প্রতিবাদ’-এর ডাক দিলেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র
নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বর হামলায় প্রতিবাদে বাংলাদেশের সংহতি জানাতে ‘গ্লোবাল সলিডারিটি উইথ গাজা’ শিরোনামে ‘ঢাকা প্রতিবাদ’-এর ডাক দিলেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার। শুক্রবার বিকেল ৪টায় শাহবাগে এ উপলক্ষে একটি প্রতিবাদ র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হবে। ঢাকা প্রতিবাদের এই সংহতি সমাবেশে যোগ দিতে দেশের সব সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক সংগঠন ও ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়েছেন ইমরান। ১৬ জুলাই (বুধবার) সন্ধ্যায় তিনি এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গাজা উপত্যক্যায় মুক্তিকামী ফিলিস্তিনি নিরীহ মানুষের ওপর ইসরায়েলি নিপীড়ন ও হত্যাযজ্ঞের প্রতিবাদ এবং গাজার সাধারণ মানুষের প্রতি সংহতি জানাতে প্রতিবাদ র্যালি ও সংহতি সমাবেশ অনুষ্ঠিত হবে। গাজার সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের সংহতি প্রকাশের ধারাবাহিকতায় ঢাকার পক্ষ থেকে এই সংহতি সমাবেশের ডাক দেয়া হয়েছে। এই প্রতিবাদ র্যালি ও সংহতি সমাবেশে প্রত্যেক সংগঠনকে নিজ নিজ ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ডসহ উপস্থিত হয়ে বিশ্বের সব মুক্তিকামী মানুষের পক্ষে ফিলিস্তিনি মুক্তিসংগ্রামে সংহতি প্রকাশের জন্য অনুরোধও করেন তিনি। এই বিষয়ে বিস্তারিত জানতে ‘গ্লোবাল সলিডারিটি উইথ গাজা, ঢাকা প্রটেস্ট’-এর উদ্যোক্তাদের সঙ্গে ০১৭৯৭২৪৭২৩৬ নম্বরে যোগাযোগ করা যাবে বলেও জানান তিনি।