বঙ্গোপসাগরের গ্যাস অনুসন্ধানের কাজ শুরুর আবারও প্রস্তুতি
বিশেষ প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ বঙ্গোপসাগরে বাংলাদেশ ও ভারতের সমুদ্রসীমা সংক্রান্ত মামলা আন্তর্জাতিক সালিশের মাধ্যমে নিষ্পত্তি হয়ে যাবার পর দেশটির রাষ্ট্রীয় জ্বালানি সংস্থা পেট্রোবাংলা বলছে, তারা এখন বঙ্গোপসাগরের গ্যাস অনুসন্ধানের কাজ শুরুর আবার প্রস্তুতি নিচ্ছে। এ জন্য ডিসেম্বরের মধ্যেই বিভিন্ন ব্লকে বিদেশী কোম্পানিগুলোর জন্য টেন্ডার আহ্বানের পরিকল্পনা নেয়া হয়েছে। আন্তর্জাতিক কোম্পানিগুলোকে আকৃষ্ট করার জন্য পিএসসিতেও কিছু পরিবর্তন আনার উদ্যোগ নেয়া হচ্ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এসব উদ্যোগ আরো আগেই নেয়া উচিত ছিল। বঙ্গোপসাগরে ২৩টি গ্যাস ব্লকের মধ্যে ১০ টি নিয়ে ভারতের সাথে বাংলাদেশের বিরোধ ছিলো। এখন দুই দেশের সমুদ্রসীমা নিয়ে বিরোধ নিষ্পত্তির পর বাংলাদেশের তেল, গ্যাস ও খনিজ সম্পদ বিষয়ক করপোরেশন পেট্রোবাংলা সমুদ্রের ব্লকগুলোতে অনুসন্ধান কাজ শুরুর প্রস্তুতি নেয়ার কথা বলছে। পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক হুসেইন মনসুর এসবিডি নিউজ24 ডট কমকে জানিয়েছেন, অগভীর সমুদ্রে এগারটি এবং গভীর সমুদ্রে যে বারোটি ব্লক রয়েছে, সব ক’টিতেই একসাথে গ্যাস অনুসন্ধানের কাজ শুরু করার পরিকল্পনা তারা নিয়েছেন। বিশেষজ্ঞের অনেকেই মনে করেন, এমন প্রস্তুতি আরও আগে নেয়া উচিত ছিলো।