গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে গণজাগরণ মঞ্চের মানববন্ধন

গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে গণজাগরণ মঞ্চের মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে গণজাগরণ মঞ্চ। এতে বিশ্ববিদ্যালয়কেন্দ্রীক অন্যান্য সংগঠন সংহতি প্রকাশ করে। ১৮ জুলাই (শুক্রবার) বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এই কর্মসূচি পালিত হয়। পরে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শাহবাগ থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে পুনরায় শাহবাগে গিয়ে শেষ হয়। মিছিল শেষে একটি বিক্ষোভ সমাবেশ হয়। এতে উপস্থিত ছিলেন গণগাজরণ মঞ্চের মুখপাত্র ড. ইমরান এইচ সরকার, ডাকসুর সাবেক ভিপি মুজাহিদুল ইসলাম সেলিম, গণজাগরণ মঞ্চের সংগঠক লাকি আক্তার, আরিফ জেবতিকসহ শতাধিক নেতা-কর্মী। এ ছাড়া অন্য সংগঠনগুলো হলো ঢাবি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ফর জাসটিস, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ভাসানী ফলোয়ারস।

মানববন্ধনে বক্তারা বলেন বলেন, ফিলিস্তিনে যেভাবে গণহত্যা চালানো হচ্ছে তা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। আমরা জাতিসংঘসহ মানবাধিকার সংগঠনগুলোর কাছে এ গণহত্যা বন্ধের জন্য যথাযথ পদক্ষেপ নেয়ার জন্য দাবি জানাচ্ছি। মুসলিম-অমুসলিম কোনো কথা নয়। গাজায় মানুষ মারা যাচ্ছে। নারী-শিশু মারা যাচ্ছে। এমন ঘটনা বিশ্বের ইতিহাসে বিরল। আমরা এর তীব্র নিন্দা জানাই।

একই সঙ্গে অবিলম্বে ইসরায়েলের হামলা বন্ধের দাবি জানান তারা।

নিজস্ব প্রতিনিধি